সপ্তাহের সেরা

    আখ্যাত রচনা

    স্বাধীনতা তুমি

    স্বাধীনতা তুমি
    রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
    স্বাধীনতা তুমি
    কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
    মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
    স্বাধীনতা তুমি
    শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
    স্বাধীনতা তুমি
    পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
    স্বাধীনতা তুমি
    ফসলের মাঠে কৃষকের হাসি।
    স্বাধীনতা তুমি
    রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
    স্বাধীনতা তুমি
    মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
    স্বাধীনতা তুমি
    অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
    স্বাধীনতা তুমি
    বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
    শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
    স্বাধীনতা তুমি
    চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
    স্বাধীনতা তুমি
    কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
    স্বাধীনতা তুমি
    শ্রাবণে অকূল মেঘনার বুক
    স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
    স্বাধীনতা তুমি
    উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
    স্বাধীনতা তুমি
    বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।
    স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
    স্বাধীনতা তুমি
    গৃহিণীর ঘন খোলা কালো চুল,
    হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
    স্বাধীনতা তুমি
    খোকার গায়ের রঙিন কোর্তা,
    খুকীর অমন তুলতুলে গালে
    রৌদ্রের খেলা।
    স্বাধীনতা তুমি
    বাগানের ঘর, কোকিলের গান,
    বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
    যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।

    শামসুর রাহমান
    শামসুর রাহমান
    শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন এবং অল্প সময়ের ভেতরেই দুই বাংলায় (তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম বাংলায়) কবি হিসেবে পরিচিতি পান।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here
    Captcha verification failed!
    CAPTCHA user score failed. Please contact us!

    ভাঙার গান

      ১  কারার ওই লৌহ-কবাটভেঙে ফেল কর রে লোপাট  রক্তজমাট  শিকল-পুজোর পাষাণবেদি!ওরে ও তরুণ ঈশান!বাজা তোর প্রলয়-বিষাণ!  ধ্বংসনিশান  উড়ুক প্রাচী-র প্রাচীর ভেদি।  ২  গাজনের বাজনা বাজাকে মালিক? কে সে রাজা?  কে দেয় সাজা  মুক্ত স্বাধীন সত্যকে রে?হা হা হা পায় যে...

    নয়ন তোমারে পায় না দেখিতে

    নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে।বাসনা বসে মন অবিরত, ধায় দশ দিশে পাগলের মতো। স্থির আঁখি তুমি ক্ষরণে শতত জাগিছ...

    কেউ কথা রাখেনি

    কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বোষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিলো শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভুক...

    খোলামকুচি

    সকাল থেকেই ভার হয়ে আছে মেঘ। মাঝে মাঝে বিদ্যুতের সাপ বিষ ঢেলে দেয় আকাশে। বৃষ্টির তবু দেখা নেই, শুধু তর্জন-গর্জন। বাবুয়া চা-দোকান থেকে বেরিয়ে...

    পাদটীকা

    গত শতকের শেষ আর এই শতকের গোড়ার দিকে আমাদের দেশের টোলগুলো মড়ক লেগে প্রায় সম্পূর্ণ উজাড় হয়ে যায়। পাঠান-মোগল আমলে যে দুর্দৈব ঘটেনি ইংরাজ...

    সাতঘরিয়া

    মনপত্থল গাঁয়ের সামনের দিকে সরকারী পাকা সড়ক; এখানে যাকে বলে পাক্কী। পেছনে দক্ষিণ কোয়েলের মরা খাত। কোয়েল এখন নামেই নদী। এই জেঠ মাহিনা অর্থাৎ...

    রস

    কার্তিকের মাঝামাঝি চৌধুরীদের খেজুর বাগান ঝুরতে শুরু করল মোতালেফ। তারপর দিন পনের যেতে না যেতেই নিকা করে নিয়ে এল পাশের বাড়ির রাজেক মৃধার বিধবা...

    লেখক অমনিবাস

    এই বিভাগে