আখ্যা : প্রেমের কবিতা

    তুমি এসো ফিরে

    তন্দ্রায় মুদে আসে আঁখি, সহসা শুনে পদধ্বনি চমকে উঠে থমকে থাকি, সে কি আসিবে এখনি? বুকের মাঝে সকাল সাঁঝে টিম টিম করে বাজে পরান কাড়া নয়ন তারা...

    পরিবর্তন

    হৃদয় ছিল আমাজানের মত, সহস্রাধিক জাতের বৃক্ষ, লতা, গুল্মে ভরা, পশু, পাখি আর শ্বাপদের অভয়াচরণ। কামনার আগুনে জ্বলে গেছে সব, পড়ে আছে ছাই, কয়লা আর হাড়; হৃদয় এখন বিশাল...